,

বাউসা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দের দায়িত্বভার গ্রহন পরবর্তী সুধী সমাবেশে এড. আলমগীর চৌধুরী : স্থানীয় সরকারকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার প্রতিশ্র“তিবদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার প্রতিশ্র“তি বদ্ধ। গ্রামীন জনপদের উন্নয়নে বর্তমান সরকার যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে অতীতে কোন সরকার তা করেনি। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক ও মেম্বারবৃন্দের দায়িত্বভার গ্রহন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রিতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ সরকারী জে,কে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী তরাস উল্লা, ইউপি বিএনপির সভাপতি কয়ছর আহমদ ও সাবেক প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগ সভাপতি দিপ্তেন্দু দাস বিধু মেম্বার, সাধারণ সম্পাদক হারুন মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, নব-নির্বাচিত সংরক্ষিত মেম্বার রুমি বেগম ও ইউপি যুবলীগের আহ্বায়ক আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরপরই শোকের মাস আগষ্ট কে ঘিরে এক আবেঘঘন পরিবেশের মাধ্যমে ১৫ই আগষ্ট ৭৫’ এ ঘাতকের বুলেটে শাহাদৎ বরণকারী জাতির জনক ও তার পরিবারবর্গ ও ২১ আগস্টের সকল শহীদ এবং বাউসা ইউপির প্রয়াত সকল চেয়ারম্যান ও মেম্বার, অত্র ইউনিয়নের কৃতি সন্তান শাবিপ্রবির ভিসি প্রফেসর হাবিবুর রহমানসহ ইউপির প্রয়াত সকল নাগরিকের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোতাব্বির আলম, ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ নুরুল হক, ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম, ৩ নং ওয়ার্ডের মেম্বার তোফায়েল আহমেদ, ৪ নং ওয়ার্ডের মেম্বার আল হেলাল, ৫ নং ওয়ার্ডের মেম্বার লাকমান উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মেম্বার দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, ৭ নং ওয়ার্ডের মেম্বার সাইফুর রহমান, ৮ নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল করিম রাজা, ১নং সংরক্ষিত মেম্বার আশিকুল বেগম, ৩ নং সংরক্ষিত মেম্বার বেগম রোকেয়া, কৃষকলীগের যুগ্ম সম্পাদক গৌর মনি সরকার, আওয়ামীলীগ নেতা প্রবীর কান্তি ঘোষ, রিপন মিয়া, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান সোহাগ, কুর্শি ইউপি যুবলীগের আহ্বায়ক নেছার আহমদ জগলু, ছাত্রলীগ নেতা শাহ ফয়সল তালুকদার, বাবলু আহমদ, মাসুম আহমদ, জাহেদুল ইসলাম রুবেল, শামীম আহমদ, নুরুল ইসলাম, আজিজুর রহমান, দিপু আহমদ, সুহান আহমদ, ফয়সল মিয়া, ইকবাল আহমদ সুভ্রত ঘোষ শুভ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর