,

নবীগঞ্জে স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

জসিম তালুকদার ॥ শিক্ষা’র পরিপূর্ণ বিকাশ ঘটাতে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও খেলাধুলার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ১১ টায় নবীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্বাবধানে নবীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ খ্রিঃ ও ৪৫ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, রুস্তমপুর নয়মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাজ্জাদুর রহমান, মোস্তফাপুর আনোয়ারুর উলুম দাখিল মাদ্রাসার সুপার প্রমুখ। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরস্কার গ্রহন করেন। অনুষ্ঠানে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মোস্তফাপুর আনোয়ারুর উলুম দাখিল মাদ্রাসা, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রদীপ রঞ্জন দাশ, রুস্তমপুর নয়মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা মোঃ সজ্জাদুর রহমান, ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের মোঃ কামাল উদ্দিন, শ্রেষ্ট শ্রেণী শিক্ষক হিসেবে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের রাজিব চন্দ্র দাশ, কাজিরগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার আব্দুর রহিম, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের মোঃ মেহেদি মাসুম, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়ের ফাতেমা মোত্তালেব তালুকদার। তাছাড়া শ্রেষ্ট রোভার শিক্ষক হিসেবে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যপক ইকবাল বাহার তালুকদার ও শ্রেষ্ট গার্লস গাইড শিক্ষক শাহিনা আক্তার, শ্রেষ্ট স্কাউট শিক্ষক দিনারপুর উচ্চ বিদ্যালয় সাইদুল ইসলাম শাহীন, শ্রেষ্ট স্কাউট দল দিনারপুর উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ট স্কাউট বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের হিরন মিয়া, শ্রেষ্ট গার্লস গাইড এস.এন.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিয়া সুপ্তা এ্যানি, শ্রেষ্ট শিক্ষার্থী ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় মারজেহা আক্তার (মাইসা) পুরস্কার গ্রহন করেন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬ খ্রিঃ উপলক্ষে সাংস্কৃতিক ও সহপাঠ কার্যক্রমের ৪টি গ্র“পে ১৪টি ইভেন্টে ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. আলমগীর চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপশি ছেলেমেয়ের শরীর গঠনের জন্য খেলাধুলার একান্ত প্রয়োজন। খেলাধুলা ছাড়া সুস্থ্য থাকা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনযোগী হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি জীতেন্দ্র কুমার নাথ বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি যতেষ্ট আন্তরিক। তাই ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশা-পাশি খেলাধুলা ও শরীর চর্চার প্রতি যতœ নিতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মোবাইল লেখাপড়ায় বিঘœ সৃষ্টি করে। এব্যপারে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর