,

১নং বড় ভাকৈর পশ্চিম ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার ॥ গত ২৩ আগষ্ট মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার গণের দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান সমর চন্দ্র দাশ ও অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আব্দুল আহাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এন.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ন উকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর-জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মহালদার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী সুষেন চন্দ্র দাশ, সোনাপুর গ্রামের তারেশ চন্দ্র দাশ, ফতেপুর গ্রামের মনিন্দ্র দাশ, আমড়াখাই গ্রামের উপেন্দ্র দাশ ও হাজ্বী শমসের আলী, বাউসী গ্রামের ভূবন চৌধুরী, চৌকি গ্রামের নিহার রঞ্জন দাশ (বিথু) এবং হলিমপুর গ্রামের হেমেন্দ্র দাশ, উথিন্দ্র দাশ, আশীষ ব্রত তালুকদার, ১নং ওয়ার্ডের মেম্বার সুপ্নদীপ দাশ, ৫নং ওয়ার্ডের মেম্বার পংকজ দাশ, ৭নং ওয়ার্ডের মেম্বার মানিক দাশ, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌত্তম দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বসুদেব দাশ। দুপুর ২টায় খুব সুন্দর মনোরম পরিবেশে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে বিদায়ী ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবু সত্যজিত দাশকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন এবং বিদায়ী চেয়ারম্যান সমর চন্দ্র দাশ আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমি মনে করি অত্র ইউনিয়নের জনগণ ইউনিয়ন পরিষদের দায়িত্ব একজন যোগ্য ব্যক্তির হাতেই তুলে দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর বাবু সত্যজিত দাশ তার বক্তব্যে বলেন, আমি এই ইনিয়নের জনগণের ইচ্ছা আকাংখার প্রতিফলন ঘটানোর চেষ্ঠা করবো। তাকে নির্বাচিত করে এ গুরুদায়িত্ব অর্পনের জন্য ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাহাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। এ জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং পাশাপাশি বিদায়ী চেয়ারম্যান সমর চন্দ্র দাশের নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর