,

নবীগঞ্জের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ গতকাল নবীগঞ্জ পূর্বতিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো: লুৎফুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় “শিক্ষার্থীদের মাঝে দ্বীনি অনুভুতি সৃষ্টিতে শিক্ষকের ভুমিকা” শীর্ষক আলোচনা পেশ করেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাও: আশরাফ আলী। “আদর্শ শিক্ষকের গুণাবলী” শীর্ষক আলোচনা পেশ করেন তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার। “ফলপ্রসু পাঠদানের কৌশলগত দিক” শীর্ষক আলোচনা পেশ করেন হবিগঞ্জ পিটিআইর মাস্টার ট্র্ইেনার মো: সোহেল আহমদ। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত কর্মশালায় “শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগ: সমস্যা ও করণীয়” বিষয়ে আলোচনা পেশ করেন জনাব মাও: শফিকুল ইসলাম. মাও: হাফেজ লুৎফুর রহমান, মাও: আব্দুল মান্নান, মাও: সালমান আহমদ ও শীমলা বেগম। “প্রত্যেক শিক্ষার্থীকে নিবিড় তত্ত্বাবধানভুক্ত করতে প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম: সমস্যা ও করণীয়” বিষয়ে আলোচনা পেশ করেন সোহেল আহমদ, মো: এনাম উদ্দীন, ফায়জুর রহমান, সাহেদা বেগম, যুবায়ের আহমদ, সাইফুল ইসলাম চৌধুরী, মাও: নাইমুদ্দিন, আনোয়ারা আক্তার, নাদিয়া আক্তার নিপা, নাজিয়া ইয়াসমিন নাজু, রাহেলা বেগম, শাহ রওশনা আক্তার, শাহ নাইমা আক্তার, হাফেজ আব্দুল আহাদসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন হাফেজ মাও: আব্দুল মুকিত পাঠান। সমাপনী পর্বে মাদ্রাসার অধ্যক্ষ মো: লুৎফুর রহমান কর্মশালায় ্আলোচিত ও গৃহীত সিদ্ধান্তাবলী বাস্তবায়ন করে শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক মান উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর