,

আউশকান্দিতে ছাত্র সমাজের মতবিনিময় সভায় সৈয়দ ইফতেকার আহসান- পল্লীবন্ধু এরশাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে ছাত্র সমাজকে কাজ করে যেতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে ‘জাতীয় ছাত্র সমাজের সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আমাদের সকলকেই মনে রাখতে হবে পল্লীবন্ধু এরশাদ এর আমরণ লালিত স্বপ্ন ছিলো ক্ষুদা-দরিদ্র, দুর্নীতি-দুঃশাসনমুক্ত, আধুনিক ও স্বনির্ভর ‘নতুন বাংলাদেশ’ গড়া। তাই সে লক্ষে আমাদের কাজ করে করতে হবে। গত শুক্রবার রাত ১১ টায় জাতীয় ছাত্র সমাজ নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেকার আহসান (হাসান) উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান মিরু প্রমুখ। নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ মতিন চৌধুরী সভাপতিত্বে ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না। মতবিনিময় সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয় বরণ করেন জাতীয় ছাত্রসমাজ নবীগঞ্জ উপজেলা, পৌর জাতীয় সমাজের সদস্য সচিব নিউট সূত্রধর ও নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সভাপতি নিয়ামুল করিম অপুসহ নেতৃবন্দ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর জাপার সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল ইসলাম, জাপা নেতা হুসাইন আজাদ হেলাল, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, সাবেক সদস্য সচিব মিলাদ হোসেন সুমন, যুগ্ম আহবায়ক আহমদ রেজা, উপজেলা ছাত্রসমাজের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমেদ ছায়েদসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, সিলেট জেলা জাতীয় ছাত্রসমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদিতে ঢাকা থেকে সিলেট এর যাত্রাপথে স্থানীয় আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীদের সাথে তাৎক্ষনিকভাবে এক মতবিনিময় সভায় মিলিত হন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর