,

নবীগঞ্জ পৌরসভার ৩২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ পৌরসভার নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৩২ কোটি ৪৯ লক্ষ ৯ শত ৫৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। গতকাল বুধবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে তিনি উক্ত বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ২ কোটি, ৮৬ লক্ষ, ৯ শত ৫৬ টাকা, নিজস্ব আয় ২ কোটি ৫৬ লক্ষ ৯শত ৫৬ টাকা, রাজস্ব খাতে সরকারী অনুদান ৩২ লক্ষ টাকা, মোট উন্নয়ন আয় ২৯ কোটি ৬৩ লক্ষ টাকা ধরা হয়েছে। এর মধ্যে সরকারী অনুদান ২ কোটি টাকা, বিএমডিএফ ২ কোটি টাকা, উপজেলা শহর অবকাটামো উন্নয়ন প্রকল্প ১ কোটি ৫০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাটামো উন্নয়ন প্রকল্প ২ কোটি টাকা, পানি সরবরাহ ও এনভাইরনমেন্টাল প্রকল্প ৬ কোটি টাকা, জলবায়ু উন্নয়ন প্রকল্প ৩ কোটি টাকা, ইউ.জি.আই.আই.পি প্রকল্পে ১০ কোটি টাকা, খাল খনন উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা ও অন্যান্য খাতে ১৩ লক্ষ টাকা সম্ভাব্য আয়ের উৎস হিসেবে উল্লেখ্য করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ব্যয় ২ কোটি ৭৫ লক্ষ ২৫ হাজার টাকা। সার্বিক উদৃত ১১ লক্ষ ৫১ হাজার ৪ শত ৫৬ টাকা রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলররা যথাক্রমে মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুস ছালাম, মোঃ কবির মিয়া, মোঃ সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর সভার হিসাব রক্ষক কর্মকর্তা (সচিব অঃ দাঃ) শেখ মোঃ জালাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাখিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, এম. মুজিবুর রহমান, সলিল বরণ দাশ, এটিএম জাকিরুল ইসলাম, মাওঃ আব্দুর রকিব হক্কানী, শামীম চৌধুরী প্রমূখ। প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী স্বরাজ মিয়া, সহকর আদায়কারী পৃথ্বিশ চত্রবর্তী, কার্য্য সহকারী আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমদ চৌধুরী, টিকাদানকারী ভবানী দাশ, প্রফুল্ল কুমার দাশ, আশফাকুজ্জামান বাচ্চু, জুয়েল চৌধুরী, গঙ্গেশ দাশ, নিকুঞ্জু দাশ, আলফু মিয়া, ওবায়দুর রহমান, রাজু মিয়া। উক্ত বাজেট অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, নবীগঞ্জ পৌর পরিষদের এই প্রথম বাজেট। আপনারা নিশ্চয় অবগত আছেন যে, নবীগঞ্জ পৌরসভা ধীরে ধীরে একটি বড় শহরে রূপান্তরিত হচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, শহরের অভ্যন্তরে সরকারী জায়গা নেই বললেই চলে, ফলে পৌরসভাকে সুন্দর ভাবে বিন্যাসের জন্য যে টুকু স্থাপনা তৈরীর প্রয়োজন সে টুকু করা যাচ্ছে না। পৌরসভার বিদ্যমান যানজট নিরসনের ক্ষেত্রে অত্র পৌরসভা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যানজট নিরসনে পৌরসভা কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একাধিকবার মত বিনিময় সভায় মিলিত হয়েছে। এ ক্ষেত্রে যানজট নিরসনে ইতিবাচক আশ্বাস পাওয়া যায়। এখনও যানজট নিরসন কল্পে পৌরসভার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সর্বস্থরের জনগনের সহযোগিতা পেলে নবীগঞ্জ পৌরসভাকে একটি যানজটমুক্ত, সুন্দর ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে আমার সর্বাত্বক প্রচেষ্টা থাকবে। নবীগঞ্জের সুধি মহল ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বাজেট অধিবেশনে উপস্থিত থেকে আজকের এই আয়োজনকে সফল ও স্বার্থক করে তুলার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


     এই বিভাগের আরো খবর