,

বানিয়াচঙ্গের কদুপুরে বিদ্যুতের খুটির নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

এম.এ আহমদ আজাদ/মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামে পল্লী বিদ্যুতের খুটির নিচে চাপা পড়ে আব্দুস শহিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। নিহত আব্দুস শহিদ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাজী নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কদুপুর ঈদগাহ সংলগ্ন স্থানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোক খুটি বসানোর কাজ করছিল। গতকাল উল্লেখিত সময়ে একটি খুটি তাদের ব্যবহৃত ভ্যান গাড়ী দিয়ে নেওয়ার সময় রাস্তার পাশে বসা ছিল আব্দুস শহিদ। এমতবস্থায় ভ্যান গাড়ী থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন খুটি মাটিতে নামানোর সময় ওই খুটি বৃদ্ধের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয় লোকজন জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে তার মৃত্যু হতোনা। নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী আব্দুস শহিদের এ মৃত্যুকে কোন ভাবেই মেনে নিতে পারছেনা। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


     এই বিভাগের আরো খবর