,

আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ “দেশকে ভালোবাসুন, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করুন” এ শ্লোগান নিয়ে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুল এন্ড কলেজের হল রুমে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী সুহুল আমীন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মফিজুল ইসলাম, গভর্নিং বডির সদস্য আব্দুল হাকিম, আব্দুস সালাম, আব্দুর রকিব, ইউপি মেম্বার সাইদুর রহমান, নুরুল হোসেন খাঁন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, ইংরেজী প্রভাষক ফাতেমা মুতালেব তালুকদার, বাংলা প্রভাষক শাহিন আক্তার, সিনিয়র শিক্ষক আবু সিদ্দিক, শরিফুল ইসলাম, প্রভাষক ফজলুল হক, সাখাওয়াত হোসেন, মাওলানা সালেহ আহমদ ফয়ছল, বাবুল চন্দ্র সরকার, বীণা রানী দেবনাথ, ফাতেমা জিন্নাতারা, চম্পা খাতুন। এছাড়াও উক্ত সভায় ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন বলেন, প্রত্যেক ধর্মই শান্তি ও মানবতার কথা বলে। ইসলাম কখনো মানুষ হত্যা, জঙ্গি ও সন্ত্রাসবাদ সমর্থন করে না। যারা ধর্মের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করতে চাইছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শপথ গ্রহন করা হয়।


     এই বিভাগের আরো খবর