,

হবিগঞ্জে পৃথক অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ শহরের ঈদগাহ এলাকার আরকে ও স্টার সিরামিক কোম্পানীর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন ইনচার্জ মনির উল্লাহ জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কমপক্ষে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। অপরদিকে একই এলাকার আলতাব সরদারের বাড়ির একটি মেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগস্থরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আল আমিন, বরেন্দ্র চক্রবর্তী দুপুরের খাবার থেকে মেসে এসে দেখতে পান ধূয়ার কুন্ডলী। এগ্রো ফার্মার রিপ্রেজেন্টেটিভ মিলন, হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানীর মোশারফ হোসেনের রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তারা। দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা অগ্নিকান্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে এগ্রো ফার্মার সকল ঔষধসহ গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ছাড়া মোশারফ হোসেনের ইন্সুরেন্সের প্রয়োজনীয় কাগজপত্রসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর