,

ভাঙ্গারী মালামাল ব্যবসা নিয়ে বিরোধ : মিরপুরে ৮ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র : রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ ॥ পুলিশসহ আহত শতাধিক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভাঙ্গারী মালামলা ব্যবসার জের ধরে ৮ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ প্রায় শতাধিক লোক আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংঘর্ষে মিরপুর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ী ও বাজারে আগত জনসাধারণ আতংকে বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকেন। একদিকে পূর্বজয়পুর, পশ্চিম জয়পুর, বানিয়াগাঁও কচুয়াদি ও অপর দিকে চারগাঁও গ্রামবাসী। উভয় দিকেই স্থানীয় ব্রীক ফিল্ড থেকে ইটের ট্রাক্টর ভর্তি ইটের টুকরা এনে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষ চলতে থাকে। এতে বাহুবল থানার এসআই দেলোয়ার হোসেন সহ ৫ পুলিশ ও উভয় গ্রামবাসীর সোহেল মিয়া (২৮) সানু মিয়া (২০), কাওছার মিয়া (২০), তাজুল মিয়া (৩৫), শাহীন মিয়া (২২), জালাল মিয়া (৩০), ইউনুছ (৩০), শামছুল হক (৩০), জালাল (২৫), নূরুল আমিন (২২), জমশের (৩৫), মাহমুদ (৩৫), আব্দুল কাদির (৩৫) সহ পথচারী মিলিয়ে প্রায় শতাধিক আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩শ ৬৭ শর্টগানের গুলি ও ১৮টি কাদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনার বিবরণে জানা যায়, গত সপ্তাহে স্থানীয় ওমেরা সিলিন্ডার্স কোম্পানীর ভাঙ্গারী মালামাল ক্রয় বিক্রয়ের অংশীদারিত্ব নিয়ে মিরপুর বাজারে পুর্ব জয়পুর গ্রামের তমিজ শামছুল হক মাস্টার সহ ৩জনকে চারগাঁও গ্রামের দুলাল, হেলাল সহ কয়েকজন মিলে তাদেরকে আটক রাখে। খরব পেয়ে জয়পুর গ্রামবাসী সহ বাজারে এসে উত্তেজনা দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিদ্বয়কে উদ্ধার করে বাড়ি পৌছে দেন। এ ঘটনায় উভয় পক্ষই মামলা মোকদ্দমা দায়ের করেন। এরই জের ধরেই গতকাল মিরপুর বাজারে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সুত্রপাত ঘটে। সংঘর্ষের চলাকালে মিরপুর বাজারের শাহজাদী স্টোর, ছাদিয়া স্টোর, লাকী সুজ, সোনালী ট্রেডার্স, সততা ফ্যাশন, মেসার্স রোমানা স্টোর সহ দোকান পাট ভাংচুর ও লুটপাট চালায়। এতে কয়েক লাখ টাকার মালামাল খোয়া যায়।


     এই বিভাগের আরো খবর