,

ইমামবাড়ি-গুনই সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি : লক্ষাধিক টাকার মালামাল লুট

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ইমামবাড়ি-গুনই আঞ্চলিক সড়কের ধুলিয়াগাট্টুয়ায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি চালক ও যাত্রীদের নগদ টাকা ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় সিএনজি চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মাঝে গুনই গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র সুজন মিয়া (৩০) ও ধুলিয়াগাট্টুয়া গ্রামের ওয়াজ আলীর পুত্র মাহমুদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সুত্রে জানা যায়, ওই দিন রাতে সুজন ও মাহমুদ মিয়াকে নিয়ে একটি সিএনজি হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি পাম্প থেকে গ্যাস ভরে গুনই যাচ্ছিল। উল্লেখিতস্থানে পৌছলে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত রাস্তায় গাছ ফেলে তাদের সিএনজিসহ অন্যান্য যানবাহন আটকিয়ে লুটতরাজ চালায়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে কমপক্ষে লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাঁধা দিলে তাদের হামলায় সুজন ও মাহমুদসহ বেশ কয়েকজন আহত হয়। ডাকাতির কবলে পড়া যাত্রীদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে সুবিদপুর ফাঁড়ির ইনচার্জ বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, এর আগেও ওই সড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এমনকি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজারেও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীগণ প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় একের পর এক ডাকাতি সংঘটিত হচ্ছে।


     এই বিভাগের আরো খবর