,

হবিগঞ্জে ঈদের নামাজ প্রহরা দিবে ২৫০ জন সনাতন ধর্মের স্বেচ্ছাসেবক

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে হবিগঞ্জের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহের আশেপাশে আইন-শৃংখলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবে সনাতন ধর্মের লোকজন। শহরের অন্যান্য বড় জামাতেও অনুরুপ স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহিরের আহবানে প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। ঈদের দিন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আসা-যাওয়ার পথে ২৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সকল স্বেচ্ছাসেবককে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি করে গেঞ্জি প্রদান করবে। সেটিতে লেখা থাকবে ‘ ঈদ মোবারক, স্বেচ্ছাসেবক। প্রত্যেক স্বেচ্ছাসেবককে পুলিশ ব্রিফিং করে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব প্রদান করবে। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যাপারে সকল মসজিদ ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং খতিবদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির। বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূইয়া শামস, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়রম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এড. পূণ্য ব্রত চৌধুরী বিভু, এড. অহীন্দ্র দত্ত চৌধুরী, রইছ মিয়া, গোলাম মোস্তফা নবী নগরী, মাওঃ আব্দুল মজিদ, মাওঃ নুরুল আমিন ও এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির বলেন, ধর্মীয় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করতে আমি এই উদ্যোগ নিলে সবাই এতে সমর্থন করেন। দূর্গা পূজার সময় মুসলমানরাও অনুরুপ দায়িত্ব পালন করবে।


     এই বিভাগের আরো খবর