,

বাহুবলে ভন্ড কবিরাজ পুলিশের খাঁচায় বন্দি

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বাহুবলের ভন্ড কবিরাজ বজলু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ তাকে বাহুবল বাজার থেকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত বজলু মিয়া বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামের নছর উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ রোগ-বালাইয়ের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছিল। তার প্রতারণায় এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়লে গত ৪বছর পূর্বে জনতার রোষানলে পড়ে সে এলাকা ছেড়ে আত্মগোপন করে। এর কয়েকবছর পর সে আবারও এলাকায় আসে এবং ভন্ডামীতে মগ্ন হয়ে উঠে। চিকিৎসার বাহানা দিয়ে প্রবাসীর স্ত্রী ও যুবতীদের সম্ভ্রমহানী করে করে আসছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ধারাবাহিক ভন্ড কবিরাজ বজলু মিয়ার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠলে তার অপকর্ম বিষয় নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়। সে ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহলে দৌড়যাপ শুরু করে। তবও কোন কাজ না হওয়ায় আবারও সে আত্মগোপনের চেষ্টা করে। এরই মাঝে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বাহুবল এলাকার ব্যবসায়ী ফরিদ মোল্লার স্ত্রী দিলারা বেগম ও প্রবাসী সাবাজের স্ত্রী রুমা সহ তার মেয়েদের চিকিৎসা করতে গেলে পুলিশ গোপন সূত্রে তাকে গ্রেফতার করে।


     এই বিভাগের আরো খবর