,

নবীগঞ্জে বিদ্যুৎ উদ্ধোধন অনুষ্ঠানে এমপি বাবু – দরিদ্রতা নিরসনে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বব্যাংক স্বীকৃত মধ্যম আয়ের দেশ। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জাতি হিসেবে স্বনির্ভরতা অর্জিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ও স্বনির্ভর দেশ গড়ায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, দরিদ্রতা নিরসনে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল শনিবার বিকালে কুর্শি ইউনিয়নের জুহুরপুর ঈদগাহ প্রাঁঙ্গনে আয়োজিত বিদ্যুত সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ কাজল মিয়ার সভাপতিত্ব ও এনাম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, পল্লী বিদ্যুতের পরিচালক শফিউল আলম হেলাল, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, যুবনেতা হায়দর আলী, বিশিষ্ঠ মুরুব্বী জাহিদ মিয়া প্রমুখ। আয়োজিত অনুষ্ঠান শেষে জুহুরপুর গ্রামের ১৭৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন।এ সময় তিনি জুহুরপুর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর