,

সমাবেশের অনুমতি না দিলে রোববার হরতাল

সময় ডেস্ক ॥ আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা ইসলামী আন্দোলনের সমাবেশের অনুমতি না দিলে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি। পদচ্যুত মন্ত্রী লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে প্রায় একমাস আগে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি চরমোনাই পীরের সংগঠনটি। দুপুরে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে কিংবা সরকার উৎখাত নয়। একজন নাস্তিক-মুরতাদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে আমাদের মহাসমাবেশ। এ কর্মসূচি পালনে যদি সরকার আমাদের বাধা দেয় তাহলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। সমাবেশের অনুমতি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আমিমুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর