,

নবীগঞ্জের দিনারপুর যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যতœশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। তিনি গতকাল রবিবার সকালে দিনারপুর যুব সমাজের উদ্যোগে এলাকার গরীব দুস্থ চক্ষু রোগীদের জন্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার কয়েক শতাধীক অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক এম.এ মুহিতের পরিচালনায় উপস্থিত ছিলেন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা পদ গোস্বামী, ডাঃ মোঃ জাকারিয়া, মোঃ মিজানুর রহমান, গবিন্দ্র দাশ, আঃ ওয়াহিদ খান, ইউপি সদস্য জুবায়ের আহমেদ। উক্ত চিকিৎসা সেবায় সহযোগীতা করেন চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও কুলাউড়া চক্ষু হাসপাতাল।


     এই বিভাগের আরো খবর