,

জাতীয় যুব সংহতিকে পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড হিসেবে এগিয়ে আসতে হবে —এমপি মুনিম চৌধুরী বাবু

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় যুব সংহতিকে জাতীয় পার্টির ঘোষিত সকল সাংগঠনিক কর্মসূচি পালনে পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড হিসেবে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জের শেরপুর সড়কের বাংলা টাউনস্থ সংগঠনের কার্যালয়ে যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। এমপি মুনিম চৌধুরী বাবু আরো বলেন, আগামী ১লা অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের সিলেট আগমন উপলক্ষে আয়োজিত সভাকে সফল করতে নবীগঞ্জ-বাহুবল উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে। নবীগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক নূরুল আমিন পাঠান ফুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আক্কাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শামছুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মুজাহিদ ইসলাম শাহীন, যুবসংহতি নেতা সাইফুল ইসলাম, শেখ সোহেল, এনামুল হক চৌধুরী এনাম, শামীম চৌধুরী, আব্দুল কাহার, মৌলদ হোসেন। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব নিউটন সূত্রধর, মৌলদ হোসেন, সবুজ মিয়া প্রমুখ। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় যুব সংহতির নেতা নূর মিয়ার নেতৃত্বে বিভিন্ন দল থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় যুব সংহতি ও জাতীয় শ্রমিক পার্টিতে যোগদান করেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন সুমন মিয়া, মিলন মিয়া, খালেদ মিয়া, রিংকু, রুবেল মিয়া, জুনেদ মিয়া, আল-আমিন, তোফায়েল, আলাল মিয়া, কামরুল, জাকির হোসেন, মকদ্দুছ, অলি মিয়া, তোফাজ্জল ইসলাম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর