,

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা কালাপুর নামক স্থানে বড় ব্রীজে যন্ত্র দানব টাসকো গাড়ীর সাথে সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী মোঃ ছোলেমান খান বাচ্চু (৪৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরেজমিনে জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে মরণফাঁদ হিসাবে পরিচিত চুনারুঘাট উপজেলার শ্রীকুটা কালাপুর নামক স্থনে বড় ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত মোঃ ছোলেমান খান বাচ্চু চুনারুঘাট উপজেলার পৌরসভার মধ্য গোগাউড়ার পালিত বাড়ীর মৃত জহুর আলী মাস্টারের ছেলে। এলাকাবাসী জানায়, নিহত কাঠ ব্যবসায়ী বাচ্চু পাওনা টাকা আনার জন্য সিএনজি যোগে চুনারুঘাট হইতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের উদ্দেশ্যে যাওয়ার পথে (আইরিন এন্ড সুমাইয়া পরিবহন সিএনজি গাড়ী নং- হবিগঞ্জ-থ-১১-৬৪০৭) শ্রীকুটা কালাপুর নামক স্থানে বড় ব্রীজে আসা মাত্রই অন্য একটি সিএনজি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা টাসকো গাড়ীর (চট্ট মেট্টো-প-১১-১৭৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে মুছরে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চুর মৃত্যু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এ.এস.আই জিয়াউর রহমান ঘটনাস্থলে এসে বাচ্চুুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘাতক টাসকো গাড়ী এবং সিএনজি গাড়ীর চালক ঘটনাস্থল থেকেই পলাতক রয়েছে। নিহত বাচ্চুর বাড়ীতে গিয়ে দেখা যায় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে বিকাল ৫টায় বাচ্চুর নিজ বাড়ী চুনারুঘাট পৌরসভার মধ্য গোগাউড়া পালিত বাড়ীতে নামাযের জানাযা অনুষ্ঠিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর