,

নবীগঞ্জে ৪র্থ শ্রেনীর ছাত্রী জবা’র বিয়ে আজ !

জসিম তালুকদার ॥ নবীগঞ্জের বানিপাতা গ্রামে ৪র্থ শ্রেনীর ছাত্রীর বিয়ে হচ্ছে আজ। এনিয়ে ওই এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের ময়না রানী সরকার তার কন্যা স্থানীয় দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী জবা রানী সরকার (১২) কে হবিগঞ্জ সদরের জনৈক এক যুবকের সাথে বিয়ে দিচ্ছেন আজ। বিয়ের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ওই মেয়ের পিতা অনকুল সরকার দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করে আসছেন। এ ব্যাপারে দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিদ চন্দ্র দাশ জানান, বাল্য বিবাহ একটি গুরুতর অপরাধ। একজন শিক্ষক হিসাবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এব্যাপারে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সন্ধ্যা রানীর সাথে মোবাইল ফোন ০১৭৩৩-৮৬৪৫৩৩ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ নিয়ে বলেন, আমি মেয়ের ভবিষ্যত চিন্তা করে তার বাবা ও আত্মীয় স্বজনদের সাথে কয়েকবার কথাবার্তা বলেছি। কিন্তু উল্টো তারা আমাকে অপমান করেছেন! বলেছে আমি না কি তাদের ক্ষতি করতেছি। বাল্য বিবাহ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, আমি চাইনা একটি কিশোরীর জীবন অকালে ঝরে যাক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোওয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বাল্য বিয়ে বন্ধে স্থানীয় মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে মেয়ের অভিভাবক ও ছেলের অভিভাবকসহ বাল্য বিয়ের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর