,

চুনারুঘাটের বিল্লাল মেশিন চুরির অভিযোগে শায়েস্থাগঞ্জে পাকড়াও

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম হাসেরগাঁও ঠাকুর বাড়ির সোলেমান মিয়ার পুত্র সেলিম মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে ডিজেল ইঞ্জিন চালিত পানির একটি সেলু মেশিন কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে যায়। ভোর বেলায় মেশিনটি না দেখে সেলিম মিয়া অনেক খোজাখোজি করেন এবং এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার লোকজনকে তার মেশিন চুরির বিষয়টি অবগত করে রাখেন। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকার খুর্শেদ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৫) সেলু মেশিনটি একটি ঠেলা গাড়ী যোগে বিক্রির উদ্দেশ্যে চুনারুঘাট থেকে রওয়ানা দেন। উল্লেখিত সময়ে শায়েস্থাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর এলাকায় পৌছা মাত্র জনতার সন্দেহ হলে বিল্লালকে আটক করে এবং ওই এলাকার লোকজন মেশিনের মালিক সেলিম মিয়াকে খবর দেয়। খবর পেয়ে সেলিম মিয়া ওই এলাকায় ছুটে এসে মেশিনটি তার সনাক্ত করলে উত্তেজিত জনতা বিল্লালকে গণধোলাই দিয়ে আটক করে রাখে। উল্লেখ্য যে, ধৃত বিল্লাল বিভিন্ন জায়গায় টেম্পু, সিএনজি, মোটরসাইকেল ইঞ্জিন, পানি সেচের পাইপ চুরির সাথে জড়িত আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।


     এই বিভাগের আরো খবর