,

চুনারুঘাটে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এ বছরও চুনারুঘাট উপজেলায় বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল ৩ অক্টোবর সোমবার সকাল ১০ চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ২০১৬ উদযাপন করা হয়েছে। বিশ্ব শিশু দিবসে প্রতিপাদ্য ছিল “থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিশু দিবস অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল ও সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, স্কাউটবৃন্দ, অভিভাকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিশ্ব শিশু দিবসে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল নত্র, শিশুরাই জাতির বিবেক, শিশুরাই একদিন এই বাংলাদেশ পরিচালনা করবে। শিশুরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য বর্তমান সরকার শিশুদের কথা চিন্তা করে শিশুদের জন্য বিভিন্ন ধরণের শিক্ষা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর