,

নবীগঞ্জে বাঁশের বেড়া দিয়েপারিবারিক চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের মোঃ মাহমুদ খাঁনের পারিবারিক চলাচলের রাস্তা বাশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এব্যাপারে মাহমুদ খাঁন বাদী হয়ে মোঃ হাদিছ মিয়া, আয়তারা বিবি, ছায়েদ মিয়া, ছাদিক মিয়া গংদের আসামী করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, ১৯৮৮ইং সন থেকে মাহমুদ খাঁন ও তার পরিবারের লোকজন উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। ইদানিং উক্ত রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসার পথে মাহমুদ মিয়ার কন্যাকে উত্যক্ত করতো একই গ্রামের ছায়েদ মিয়া। মাহমুদ খাঁর এর প্রতিবাদ করলে বিবাদীপক্ষের সাথে তার মনোমালিনের সৃষ্ঠি হয়। এরই জের ধরে গত ৩১/০৮/১৬ ইং তারিখে সকল অনুমান ১০ টার দিকে বিবাদীপক্ষের লোকজন বাশঁ ও ছটির বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। বিষয়টি মাহমুদ খাঁন স্থানীয় মুরুব্বীয়ানদের জানালে কোন প্রতিকার পাননি। পরে তিনি সুবিচারের আশায় হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত উভয়পক্ষের শান্তি শৃংখলা রক্ষায় নালিশা রাস্তার প্রতিবন্ধকতা অপসারন করে প্রতিবেদন দাখিলের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছে।


     এই বিভাগের আরো খবর