,

নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুুনিয়র হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বিকেলে পরীক্ষার প্রাপ্ত ফলাফল ও খাতা মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। গত ১৪ নভেম্বর ২৪টি সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের নিয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারী বিধি মোতাবেক ট্যালেন্টপুল ৪টি এবং সাধারন গ্রেডে ৪টিসহ মোট ৮ জন শিক্ষার্থী সর্বাধিক নাম্বারের বিত্তিতে মনোনীত হন। এছাড়াও অংশ গ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ের সর্বাধিক প্রাপ্ত শিক্ষার্থী মেধা বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। ফলাফল ঘোষণা পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয়ক ও তাহির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমদ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এম.এ বাছিত, পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র গোপ, বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর রায়, গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুমিন উদ্দিন চৌধুরী প্রমূখ। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বেগম জাহানারা প্রি-ক্যাডেট এর কৃতি শিক্ষার্থী বৈশাখী পাল বৃষ্টি (রোল নং-০৭৬) হযরত শাহজালাল (রহঃ) একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সায়মা ইসলাম অনন্যা (রোল নং-০৫৫) বেগম জাহানারা প্রি-ক্যাডেট স্কুলের বিশাল সূত্রধর (রোল নং-০৭৭) ইকরা শিশু উদ্যানের কৃতি শিক্ষার্থী হুমায়রা চৌধুরী বুশরা (রোল নং-০৫৩)। সাধারন গ্রেডে (বৃত্তি) উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মোঃ জাদিল আহমদ তানিম (রোল নং-০৭৯), এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মির্জা রুকশানা সাদিয়া (রোল নং-০৯৩), হযরত শাহজালাল (রহঃ) একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের আখলিমা আক্তার ফারিয়া (রোল নং-০৫৪), সমরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মঈন উদ্দিন (রোল নং-০৮৮)। বিদ্যালয় ভিত্তিক মেধা বৃত্তি প্রাপ্তরা হলেন, তাহিরপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ হাফছা বেগম (রোল নং-০৫৮), তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শেখ মোঃ জাহান মিয়া (রোল নং-০৬১), রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মামুন মিয়া (রোল নং-০৬৩), কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আকাশ আহমদ (রোল নং-০৬৭), কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আকলিছ মিয়া (রোল নং-০৬৯), ফুটারমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খালেদ মিয়া (রোল নং-০৭৩), দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাউছার মিয়া (রোল নং-০৮২), মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেপী বেগম (রোল নং-০৮৪), রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের রেদোয়ান আহমদ (রোল নং-০৯১), নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আতিকুর রহমান আসিফ (রোল নং-০৯৭), ঋণকারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা বেগম (রোল নং-০৯৯), বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শিপুল মিয়া (রোল নং-১০২), গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিমি বেগম (রোল নং-১০৬), ভূবিরবাক-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাঈমা আক্তার মার্জিয়া (রোল নং-১০৮), ভূবিরবাক-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সজিব দাশ (রোল নং-১১১), হালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃষ্টি পুরকায়স্থ (রোল নং-১১৫), বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুলতানা বেগম (রোল নং-১১৮), সমরগাঁও ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের নবিজা আক্তার (রোল নং-১২১)। ট্যালেন্টপুল ও সাধারন গ্রেড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং বিদ্যালয় ভিত্তিক সর্বাধিক নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী জানুয়ারীর ১ম সপ্তাহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হবে। উল্লেখ্য, বার্ষিক পরীক্ষার সূচীর জন্য ঘোষিত ১০ ডিসেম্বরের পূর্বেই উল্লেখিত ফলাফল ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর