,

মার্কুলী বাজার শহিদ মিনারের বেহাল দশা ! চারপাশ জলাবদ্ধ ॥ ময়লা আবর্জনার স্তুপ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের দৌলতপুর ইউনিয়নের মার্কুলী বাজারের শহিদ মিনারটির বেহাল অবস্থা বিরাজ করছে। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় শহীদ মিনারের চারপাশ জলাবদ্ধ হয়ে রয়েছে আর চারপাশে সৃষ্ঠি হয়েছে ময়লা আবর্জনার স্তুপ। শহীদ মিনারে এ বেহাল অবস্থা চোখে পড়ছেনা কারোরই। এটা যেকোন জাতির জন্য লজ্জা জনক। জানা যায়, ১৯৯০ সালে কাদিরগঞ্জ সাংস্কৃতিক সংঘের একদল তরুণ শহিদ মিনারটি নির্মাণের উদ্দোগ গ্রহন করেন এবং মরহুম ইলিয়াস মিয়া তার বাবা হাজী তারিফ উল্লাহর সৌজন্যে শহীদ মিনারের পাশে নির্মিত হয় শহিদ রেদুয়ান আহমেদ স্মৃতি সৌধ। শহীদ মিনার ও স্মৃতি সৌধটি রক্ষনাবেক্ষন উদ্যোগ গ্রহন করে কাদিরগঞ্জ সাংস্কৃতিক সংঘ। কিন্তু আজ সংঘটি ভেঙ্গে যাওয়ার ফলে স্থানীয় কিছু মুক্তিযুদ্ধারা তার রক্ষনাবেক্ষনের দায়িত্ব গ্রহন করে। কিন্তু সঠিক রক্ষানবেক্ষনের অভাবে শহীদ মিনারটি জলাবদ্ধ ও ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধা আসাদ্দর মিয়ার সাথে কথা বললে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এব্যাপারে তরুণদের ও বিভিন্ন রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত। সাধারণ জনগনের দাবি বিষয়টি আমলে নিয়ে অচিরেই স্থানীয় এমপি যেন এর উন্নয়নের ব্যবস্থা গ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর