,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ৬ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন। নবীগঞ্জ উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রাঙ্গন হতে মশক নিধন কর্মসূচি শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ এ.টি.এম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাছিমা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (অঃ দাঃ) ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, মোঃ জুয়েল চৌধুরী, আলফু মিয়া প্রমুখ। এ ছাড়াও নবীগঞ্জ উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাঞ্চন বণিকসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এসময় উপস্থিত ছিলেন। উলেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক এ মশক নিধন অভিযান এক মাসব্যাপি চলবে বলে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর