,

কোন দল দেখবো না অপরাধীর বিচার হবেই

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীর কোনো দল থাকতে পারে না। অপরাধী যেই হোক, তার বিচার হবেই। তিনি বলেন, ‘আমি কোনো দল দেখি না। যে অপরাধী, তার বিচার হবেই।’ শেখ হাসিনা বলেন, ‘এটা রাজনৈতিক বা দলীয় কোন্দল ছিল না। এটা কী কারণে হয়েছে তা সবাই জানে, পত্র-পত্রিকাতেও এসেছে। প্রেম প্রত্যাখিত হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যাখ্যান হওয়ায় এভাবে কুপিয়ে মারবে?’ গতকাল বৃহস্পতিবার দশম সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে ছাত্রী আহত হাওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সিলেটের ছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘ওই ঘটনার সময় সেখানে অনেক লোক উপস্থিত থাকলেও কেউ কেন এগিয়ে যায়নি? কেউ কি মেয়েটাকে রক্ষা করতে পারত না? মানুষের মানবিক মূল্যবোধ কেন এত কমে গেল কেন?’ মেয়েটিকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে না আসার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। সংসদ নেতা বলেন, ‘অপরাধীকে ধরা হয়েছে এবং তার বিচার হবেই। সে দলের কোনো কাজ করেনি। কিন্তু কিছু পত্রিকা একে দলীয় হিসেবে প্রচার করার অপচেষ্টা করেছে।’ উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর প্রকাশ্যে সিলেটের ছাত্রলীগ নেতা বদরুল আলম চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক। খাদিজা বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রলীগ বদরুলকে বহিস্কার করে।


     এই বিভাগের আরো খবর