,

শারদীয় দুর্গোউৎসব শুরু : নবীগঞ্জের ৮৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে পূজা

রিপন দেব ॥ মহাসমারোহে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। আকাশে-বাতাসে এখন শারদ উৎসবের শিহরণ। শিল্পী তার তুলির নিপুণ আঁচড়ে উদ্ভাসিত করে তুলেছেন মহিষাসুর মর্দিনীকে। সনাতন ধর্মমতে, বোধনে আজ খুলে যাবে দেবীর চোখের পলক। অসুর বধে চক্র, গদা, তীর-ধনুক, খড়গ-কৃপাণ-ত্রিশুল হাতে দেবী হেসে উঠবেন। ধূপের ধোঁয়ায় সায়ংকালে ঢাক-ঢোলক-কাঁসর মন্দিরার নিনাদ আর পুরোহিতদের ভক্তিকণ্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম:..’ মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাশ ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন ঘোড়ায় চড়ে। সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ-শিশু-কিশোরদের প্রাণে এখন শারদীয় দুর্গোৎসবের আনন্দ শিহরণ। এ বছর দেবীদূর্গা ঘোটকে করে সুখের বার্তা নিয়ে ধরনীতে আগমন করছেন। যার ফলে বসুন্ধরা হবে শস্য সুফলা। পূজা উপলক্ষে চারদিকের পূজামন্ডপগুলো সেজেছে নতুন সাজে। ঢাক ডোলের তালে মুখরিত মন্ডপগুলো। বোধন থেকে দশমী পর্যন্ত উৎসবের রঙে মেতে থাকবে বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীরা। আজ শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। শনিবার সপ্তমী, রবিবার মহা অষ্টমী, সোমবার মহা নবমী ও মঙ্গলবার বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এবছর উপজেলার ৮৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাউৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করছে প্রশাসন। মূলত, মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী আগমনের ডামাডোল। মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা দেবীকে পৃথিবীতে আগমনের জন্য আহ্বান জানিয়ে থাকেন। এর মধ্যে দেবী আগমনী রওনা দিয়েছেন মর্ত্যলোকের উদ্দেশে। কৈলাস শিখর থেকে স্বামীর সঙ্গ ত্যাগ করে মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে পাঁচদিন অবস্থান করবেন। এরপর আবারো ফিরে যাবেন স্বামী শিবের সান্নিধ্যে। সাধারণত আশ্বিন শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অর্থাৎ দশমী পর্যন্ত পাঁচদিন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর