,

আমাদের ঐতিহ্য তামুক (হুক্কা) একন শুধু নামে মাত্রই

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে জসিম তালুকদার ॥
আমাদের ঐতিহ্য তামুক (হুক্কা) যা এখন নামে মাত্রই কিন্তু খুব অল্প লোকই রয়েছেন যারা এখন হুক্কা ব্যবহার করেন। কাজের পাকে স্বস্থির মনে একটু আরাম করে বসে নিরি-বিলি পরিবেশে হুক্কা খাওয়া। এটা ছিল এক সময়ের একটি পরিচিত অভ্যাস। খুব আরাম করে একটু নিরি-বিলি পরিবেশে বসে হুক্কা খাওয়া। আর এমন ঐতিহ্য ধরে রেখেছেন আমাদের পানিউমদা ইউনিয়নের লেবু মিয়া যিনি প্রায় পাঁচ বৎসর ধরে আমাদের ঐতিহ্য হুক্কা পান করে আসছেন। তার এমন অভ্যাস হয়েছে যে প্রতিদিন হুক্কা না খেলে যেন কাজ করতে কাজের প্রতি আগ্রহ ই জাগে না। সরেজমীনে উনার সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমি প্রায় ৫বৎসর ধরে এই হুক্কা ববহার করছি। এর তামুক মেডেসিন খুব কষ্ট করে নবীগঞ্জ ভিতরের বাজারের এক আদি ব্যবসায়ীর কাচ থেকে সংগ্রহ করি। পরে হুক্কার (টিকা) বাড়িতে নিজে কষ্ট করে তৈরি করি। তবুও আগের ঐতিহ্য হুক্কা পান করে মনে একটু আনন্দ বা স্বস্থি মিলে। তাই এই আমি এখনো আমাদের আদি যুগের হুক্কা ব্যবহার করছি। এক সময় লক্ষ করা যেত বড়/ধনী ধন্যাট্ট ব্যাক্তিরা এই তামুক বা হুক্কার প্রতি প্রচুর আসক্ত ছিলেন কিন্তু বর্তমানে প্রায় খুব কম সংখক লোকই এই তামুক হুক্কা পান করেন।

জসিম উদ্দিন তালুকদার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
মোবাইল : ০১৭৪৬-৭৩১৯৩২
তাং ০৭-১০-২০১৬ইং


     এই বিভাগের আরো খবর