,

নবীগঞ্জে হিমেলের সম্পাদনায় মহালয়ার মোড়ক উন্মোচন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

জসিম তালুকদার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নবীগঞ্জ মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এবং সিনিয়র সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সম্পাদনায় মহালয়া ৯ সংখ্যার মোড়ক উন্মোচন গতকাল শনিবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠত হয়েছে। মৈত্রী সাতিহ্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কালীপদ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. মুজিবুর রহামান কাজল, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিসদের সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, বাদল কৃষ্ণ বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন আহমদ জাহেদ, উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অশোক তরু দাস, উপজেলা কৃষলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক গৌতম কুমার রায়, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল চন্দ্র দেব, সাধারন সম্পাদক পৌর কান্সিলর প্রানেশ চন্দ্র দেব, সাবেক মহিলা কাউন্সিলর দেবলা দাশ, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন, সাংগঠনিক সম্পাদক শিলাপদ দাশ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, পৌর প্যানেল মেয়র ফারজানা আক্তার ফারুল, কাউন্সিলর রোকেয়া বেগম, শিক্ষক আলী আমজাদ মিলন, মৈত্রী সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক রাজীব কুমার রায়, অর্থ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, অনজিত দাশ প্রমূখ। পরে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং নবীগঞ্জ পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গরীব দুঃস্থ শতাধিক মহিলাদের মাঝে নতুন কাপড় বিতরন করা হয়।


     এই বিভাগের আরো খবর