,

আউশকান্দির মিঠাপুরে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি মুনিম চৌধুরী বাবু

সংবাদদাতা ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর শ্রী শ্রী ভৈরবতলী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, ৫নং আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, ৮নং ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ জজ, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, চ্যানেল এস বিডি ও হবিগঞ্জ সমাচার নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, অন-লাইন সময়ের যাত্রী পত্রিকার সুলতান মাহমুদ। পরে আনন্দ সংগীত একাডেমীর নিয়মিত কন্ঠ শিল্পী মন্টি ঠাকুরে গানে উপস্থিত উৎসুক জনতা আনন্দে মাতুয়ারা হয়ে ওঠেন। এরপর সারারাত ব্যাপী মঞ্চনাটক ও যাত্রা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মহা অষ্টমী পরিদর্শন শেষে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু তার বক্তব্যে আগামী দূর্গাপুর্জার পূর্বে মিঠাপুর ভৈরবতলীতে একটি নাট মন্দির করে দেয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মিঠাপুর ভৈরবথলী দূর্গাপূজার কার্যকরী কমিটির সভাপতি শ্রী মিহির আর্চায্য, সহ-সভাপতি শ্রী নিখিল রঞ্জন ধর, শ্রী জান্টু পাল, শ্রী রবিন্দ্র দেব, শ্রী কজ্জল চন্দ্র রায় সুমন, শ্রী মিনু সূত্রধর, সাধারন সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক শ্রী সুশান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক মন্টি আচার্য্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক দীপু সূত্রধর, মহিলা সম্পাদিকা জবা চক্রবর্তী। সম্মানিত সদস্যবৃন্দ আশুতোষ চক্রবর্ত্তী বন্দন, শংকর পাল, সুনীল দেব, পরিন্দ্র দেবনাথ, সুধাংশু পাল, মিঠুন আর্চায্য, সুকুমার সূত্রধর, প্রাণকৃষ্ণ সরকার, বিরেশ বৈদ্য, ডাঃ নাজমূল হক চৌধুরী পলাশ, বাজার ব্যবসায়ী মখদ্দুস মিয়া, রিন্টু আচার্য্য প্রমূখ। গতকাল রবিবার রাত ১০টা থেকে আনন্দ সংগীত একাডেমীর সদস্যরা সহ নামী দামী শিল্পীরা ভৈরবথলীতে সংগীতা পরিবেশন করেন।


     এই বিভাগের আরো খবর