,

কুকুরের ভালোবাসায় ১০ বছর

সময় ডেস্ক ॥ বেওয়ারিশ কুকুরের সেবায় ১০ বছর ধরে রাস্তায় বসবাস করছেন চীনের এক ব্যক্তি। ৫৮ বছর বয়সী কোই হ্যাঙ্গাই নামের লোকটি চীনের সাংহাই শহরের বাসিন্দা। ১৮ বছর আগ থেকে তিনি বেওয়ারিশ এবং আহত কুকুরদের দেখভাল করে আসছেন। প্রথমে দুয়েকটি কুকুরের যতœ আত্মি শুরু করলেও ধীরে ধীরে কুকুরের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন মানুষ এসে তার কাছে কুকুর রেখে যায়। ২০০৬ সালে তার কাছে আসা কুকুরের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে এসব রেখে অন্য কাজে সামান্যতমও সময় দিতে পারেন না তিনি। এ কারণেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় চলে আসেন। দিনরাত কুকুরদের নিয়েই ব্যস্ত থাকেন। কুকুরই হয়ে উঠে তার ঘর-সংসার। চীনের কোই হ্যাঙ্গাই এখন রাস্তার পাশে ছোট্ট এক মোবাইল ঘরে কুকুরের সঙ্গেই থাকেন। কুকুরদের সেবায় মাসে ৭৫ হাজার রুপি খরচও করেন তিনি। কুকুরের প্রতি তার ভালোবাসা হাজারো মানুষকে মানবতাবোধে উদ্বুদ্ধ করে। অনেক সময়ই এলাকার লোকজন তার কাজে সহযোগিতা করতে দেখা যায়। বর্তমানে হ্যাঙ্গাইয়ের কাছে কুকুর রয়েছে ১০ টি। তবে গত ২৮ বছরে তিনি ৩ হাজারেরও বেশি কুকুরের সেবা যতœ করেছেন।
সূত্র: দুনিয়া নিউজ উর্দু।


     এই বিভাগের আরো খবর