,

বানিয়াচংয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে -এমপি মজিদ খান ধর্মীয় উৎসব সার্বিক ও সুন্দরভাবে পরিচালনায় সরকার তৎপর

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশের মানুষ শান্তি পূর্ণভাবে ধর্মীয় ঊৎসব পালন করতে পারে। সরকার জনগণের কল্যাণে দিনরাত কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিযে নিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে দিন-রাত পরিশ্রম করে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ওই পূজা উৎসবের আনন্দকে উপভোগ করা জন্যে আমরা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে পূজারিদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে উৎসাহ প্রদান করছি। গতকাল বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী, ১২নং সুজাতপুর, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপি আব্দুল মজিদ খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সার্বিক ও সুন্দরভাবে পরিচালনার জন্যে সরকার তৎপর রয়েছে। সরকার প্রত্যেকটি পূজা মণ্ডপে আর্থিকভাবে সহযোগিতা করছে। এসময় উপস্থিত ছিলেন, ১৩নং মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামছুল হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ৪নং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ শামীম, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খান, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ সওকত আরেফীন সেলিম, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান, আওয়ামীলীগ নেতা প্রফুল্ল বৈষ্ণব, শামছুল হক তালুকদার, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবুল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক শাহীন, মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, মন্দুরী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইদ্রীছ মিয়া, সাধারণ সম্পাদক এসএম জাহির, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পীযূষ সূত্রধরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর