,

নবীগঞ্জ ঐক্য মঞ্চের জরুরী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নবীগঞ্জ ঐক্য মঞ্চের এক জরুরী সভা সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ঐক্য মঞ্চের আহবায়ক অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঐক্য মঞ্চের সদস্য নবীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি বিপুল চন্দ্র দেব, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহ-সভাপতি আনসার উদ্দিন আহমদ, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ সাইফুর রহমান খান, নবীগঞ্জ ঐক্য মঞ্চের সদস্য জীবেশ গোপ, অলিউর রহমান অলি, কুটিশ^র দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, লাল সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহবুবুর রহমান রাজু, আনন্দ প্রহর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নির্মল কান্তি দেব পলাশ, সাধারন সম্পাদক অজয় কুমার দাশ, তারুন্য সামাজিক সংগঠনের সভাপতি দূর্জয় রায় দীপ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ কলেজের শিক্ষার্থী সুলতান আহমেদ তারেক, আতাউর রহমান শামীম, ইয়ুথ সার্কেলের সদস্য সাইফুর রহমান চৌধুরী, জয়নুল হক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে তন্বী রায়ের খুনী গ্রেপ্তার হওয়ায় নবীগঞ্জ ঐক্য মঞ্চের পূর্ব ঘোষিত ১৩ই অক্টোবরের বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি প্রদান কর্মসূচী ও ২০ই অক্টোবরের প্রতিবাদী মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। সভায় দাবী জানানো হয়, তন্বী রায় হত্যাকান্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণ। গত ৭ই অক্টোবর শুক্রবার প্রধান আসামী রানু রায়কে গ্রেপ্তার করায় হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ডিবি ওসি কে এম আজমিরুজ্জামান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া বিগত ০৬ অক্টোবর নবীগঞ্জ কলেজের মেধাবী ছাত্রী তন্বী রায়ের খুনীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে নবীগঞ্জ ঐক্য মঞ্চ কর্তৃক আয়োজিত মানববন্ধন সফল ও স্বার্থক করায় নবীগঞ্জের সকল রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, ক্রীড়া, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সহ নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও নবীগঞ্জ ঐক্য মঞ্চের সদস্যরা যে কোন সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চর থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর