,

নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উন্নয়ন সভা ও মৃত্যু দাবি চেক হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ব্রাঞ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্স এর একটি মৃত্যু দাবি পুরন করা হয়েছে। গত ১৮ অক্টোবর মঙ্গলবার প্রগতি লাইফ ইন্সুরেন্স এর একটি ৯০,০০০/= (নব্বই) হাজার টাকার মৃত্যু দাবি পুরন করা হয়েছে। জানা যায় ৮নং নবীগঞ্জ সদর ইউপি চৌশতপুর গ্রামের রুবেল মিয়া একটি জীবন বীমা করে তিনি ১টি কিস্তি পরিশোধ করার পর তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। তার নমিনি তার আপন ভাই উজ্জল মিয়ার কাছে টাকা পরিশোধ করা হয়। উক্ত মৃত্যু দাবি পরিশোধ ও বিশেষ উন্নয়ন সভায় অনুষ্ঠিত হয়। মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে ইউনিট ম্যানেজার রিপন এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স এর সহকারী ব্যবস্থাপক ও পরিচালক ফারুক মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আকবর, এছাড়া আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হোসাইন আহমেদ (বিসি), আহমদ আলী (বিসি) সুবির কান্তি দাশ (বিসি), ইয়াওর আহমদ (বিসি), বদরুল ইসলাম (বিসি), সাজ্জাদ হোসেন (বি,এস), মৌলদ হুসেন (ইউ.এস), শিপন মিয়া (ইউ.এস) রাহিমা হোসেন (ইউ.এস) সহিদা বেগম (ইউ.এস), মাসুমা বেগম (ইউ.এস) প্রমুখ। মৃত্যু দাবি চেক হস্তান্তর অনুষ্ঠানে শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, আবিদুর রহমান মনসুর।


     এই বিভাগের আরো খবর