,

হবিগঞ্জে শহরে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি : লক্ষাধিক টাকার মালামাল লুট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা দেড় ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। রহিমা ভিলার মালিক চৌধুরী বাজারের ব্যবসায়ী খুর্শেদ আলী জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পরিহিত ১০/১৫ জনের একদল ডাকাত গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। প্রথম ডাকাতদল তার কন্যা ও বাসার কাজের মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা তার কন্যার গলা থেকে দেড় ভড়ি ওজনের একটি স্বর্ণের চেইন ও বাসা থেকে নগদ ৪৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতের বিষয়টি আচঁ করতে পেরে তিনি কৌশল অবলম্বন করে প্রতিবেশী কয়েকজনকে ফোন করেন। এ সময় এলাকাবাসি তার বাসায় ছুটে আসলে ডাকাতরা তড়িগড়ি করে উল্লেখিত মালামাল লুট করে নিয়ে যায়। খুর্শেদ আলী আরো জানান, ডাকাতরা পালিয়ে যাবার সময় মোটর সাইকেল নিতে না পেরে দুটি মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। তিনি অভিযোগ করেন তাৎক্ষনিক চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশকে বিষয়টি অবগত করেন। কিন্তু সময়মতো পুলিশ ঘটনাস্থলে যায়নি। সকালে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, ডাকাতি, চুরি যাইহোক দুবর্ৃৃত্তদের ধরতে অভিযান চলছে। ইতিপুর্বে বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতরাও অচিরেই ধরা পড়বে।


     এই বিভাগের আরো খবর