,

শীতের আগমনে কমছে সবজির দাম

আহছানুজ্জামান মান্না ॥ শীতের আগমনে কাচাবাজারে পূণ্যের দাম ধারাবাহিক ভাবে কমছে। শীত উপলক্ষ্যে বাজারে দেশী সবজির পরিমান বৃদ্বি পাওয়ায় এসব পণ্যের দাম ধারাবাহিক ভাবে কমেছে। তারই সঙ্গে তাল মিলিয়ে কমেছে পেয়াজ ও রসুনের দাম মান ভেদে কমেছে ৫ টাকা। নবীগঞ্জের প্রতিটি বাজার ঘুরে দেখে এমটাই জানা গেছে। প্রতি কেজি পেয়াজ ৩০ টাকা এবং রসুন ৭৮ টাকা। পেয়াজ ও রসুনের দাম আগের সপ্তাহের চেয়ে ২ থেকে ৫ টাকা কমেছে। আগের সপ্তাহে পেয়াজের দাম ছিল ৩৫ টাকা, রসুনের দাম ছিল ৮০ টাকা। নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুজন রায় দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আহছানুজ্জামান মান্না কে জানান, বর্তমানে পাইকারী বাজারে জিনিসের দাম কমে যাওয়ায় খুচরা বাজারে কমেছে এসব পণ্যের দাম। এদিকে পাইকারী বাজারে বর্তমানে প্রতি হালি ব্রয়লার মুরুগের ডিমের দাম ২৮ টাকা, খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরুগের ডিমের দাম ৩০ টাকা, প্রতি হালি দেশী হাঁসের ডিমের দাম ৩২ টাকা, প্রতি হালি দেশী হাঁসের ডিমের দাম ৩৫ টাকা। ডিমের দাম সপ্তাহের ব্যবধানে তেমন কমেনি। এ ছাড়া সবজি বাজারে প্রতি কেজি সবজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। দেশের ৭০ ভাগ সবজি চাহিদা মিটানো আলুর দাম কমেছে ৫ টাকা, প্রতি কেজি নতুন আলু ৩০ টাকা, প্রতি কেজি ডায়মন্ড আলু ২০ টাকা, সিম প্রতি কেজি ২২ থেকে ২৫ টাকা, পেপে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা, শশা প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি কেজি করলা ৫০ থেকে ৬০ টাকা, প্রতি কেজি জলপাই ২৫ থেকে ৩০ টাকা, প্রতি কেজি পটল ৩৫ থেকে ৪০ টাকা, প্রতি কেজি ফুল কপি ১৫ থেকে ২০ টাকা, প্রতিটি বাঁধা কপি ১৫ থেকে ২০ টাকা, প্রতি কেজি বেগুন ১৮ থেকে ২০ টাকা, প্রতি কেজি বরবটি ২৫ থেকে ৩০ টাকা, প্রতি কেজি মরিচ ২৫ থেকে ৩০ টাকা, প্রতিটি লাউ আকাঁর ভেদে ৩০ থেকে ৪০ টাকা, প্রতি কেজি টমেটো ৫০ থেকে ৬০ টাকা, প্রতি কেজি লাল শাক ১৫ থেকে ২০ টাকা, পুই শাক ১০ থেকে ১৫ টাকা, এসব পণ্য পাইকারী বাজার থেকে ৭ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর