,

আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ আজমিরীগঞ্জে ২ ঘন্টাব্যপী সংঘর্ষ ॥ মহিলাসহ আহত শতাধিক ॥ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগ নেতা নলিউর রহমান ও সাবেক ইউ.পি চেয়ারম্যান আলী আমজত তালুকদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়ি, ঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের জেলা আওয়ামীলীগ নেতা নলিউর রহমানের সাথে সাবেক ইউ.পি চেয়ারম্যান আলী আমজত তালুকদারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে আলী আমজদের লোকজন নলিউর রহমানের মালিকানাধীন একটি প্রজেক্টে পানির পাম্প বসাতে যায়। এসময় নলিউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে আজরিমীগঞ্জ থানার ওসি সৈয়দ তৈমুর বখত চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ২ঘন্টা ব্যপী সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহতাবস্থায় মহিদ (১৭), নলি মিয়া (২৫), আজিজুল (৪০), মোহাম্মদ শাবান মিয়া (৫০), ইছা মিয়া (৪৫), সাইদুল (২০), রুবেল (২০), জয়নাল (৪০), তবারক (৮০), মোবারক (২৫), চনু মিয়া (৩৫), শিবলু (২৫), মোশারফ (১৫), হৃদয় (১৫), জসিম (৪২), নুর মিয়া (৪০), রুহেল (১৭), কমর উদ্দিন (৪০), আজগর আলী (৩৫), মারুফ (৩৫), টেনু (৩৫), আতাউর (৩০), খেলু (৫০), লাল মিয়া (৪০), জলিল (৬০), আলিম (২৫), সামানুন (১৮), ছমেদ (৫২), ছাবু (৩৫), ধনু মিয়া (৩০), মহিবুর (২২), ও রাবেয়া খাতুন (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে ওসি সৈয়দ তৈমুর বখত চৌধুরী জানান, উল্লেখিতদের মাঝে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইতোপূর্বে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে গ্রামবাসী সূত্রে জানা যায়।


     এই বিভাগের আরো খবর