,

নবীগঞ্জে দু’গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

এস এ শাওন ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক ও জামারগাঁও গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুগ্রামের লোকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, দীঘলবাক গ্রামের ছায়েদ মিয়া ও কাজল মিয়ার মধ্যে কিছুদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ খবর উভয় গ্রাম ও তাদের আত্বীয় স্বজনদের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে নাইম মিয়া (১৮), আহমদ আলী (৩৫), জয়তিক মিয়া (৪০), রিপন মিয়া (২০), শিপন মিয়া (২৬), আলী হোসেন (২৮), ছায়েদ মিয়া (৩৫), ফয়ছল মিয়া (২০), ফরমান আলী (২৪), সোহাগ আহমদ (২৩) ও মামুন মিয়া (১৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর