,

লিগ্যাল এইড কমিটির সভায় জেলা ও দায়রা জজ : বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ বলেছেন- দেশের অসহায় গরীব মানুষকে আইনী সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার আন্তরিক। কেউ যাতে বিনা বিচারে কষ্ট না পায়, তার অধিকার না হারায় সে জন্যই এই উদ্যোগ। অনেক গরীব মানুষ আছেন যাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের কোনো টাকা পয়সা নাই। তাদের সেবায় সরকার এগিয়ে এসেছে। কয়েক বছরের ব্যবধানে সরকারের এমন উদ্যোগে বিপুল পরিমান সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অনেক বেশি। লিগ্যাল এইডের মাধ্যমে অনেক বিকল্প বিরোধ নিষ্পত্তি করা যায়। মানুষ বিচার চায়। সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মানুষ সুফল পেলে কেন দীর্ঘ মেয়াদী বিচারের সম্মুখিন হতে হবে। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা পালন করার সুযোগ আছে। আইনজীবীরা যদি সাধারণ মানুষকে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করেন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করেন তাহলে সরকারের উদ্যোগ আরও সফল হবে। গতকাল বুধবার জেলা জজের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড এর সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এসব কথা বলেন। সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়া, জেল সুপার গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ রোকেয়া রহমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম হুমায়ুন কবির, দায়রা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিচারকবৃন্দ, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীবৃন্দ, উভয় আদালতের বেঞ্চ সহকারীগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন।


     এই বিভাগের আরো খবর