,

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সড়কের পাশে পাথর ও বালু স্তুপ করে রাখার ফলে ঘটছে দূর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শায়েস্থাগঞ্জ-চুনারুঘাট মহাসড়কের চাঁনভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সামছুল হক (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হন। নিহত সামছুল হক চুনারুঘাট উপজেলার চুরতা গ্রামের মোঃ কাদির মিয়ার পুত্র ও একই উপজেলার তাওশী কওমী মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নরপতি গ্রামের রুবেল কর ও শৈলেশ বণিক শায়েস্থাগঞ্জ থেকে রাত ১২টার দিকে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা চাঁনভাঙ্গা এলাকায় পৌছলে বিপরীতগামী শামসুল হকের মোটর সাইকেলের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে দুই মোটর সাইকেলে থাকা ৩জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক শামছুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রুবেল কর ও শৈলেশ বণিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল বুধবার সকাল ১১টায় চাঁনভাঙ্গা বাজারে নিহত শামসুল হকের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।


     এই বিভাগের আরো খবর