,

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামে পত্রিকায় প্রতিবাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোক। এ সময় দুই দলের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকাল ৯টার দিকে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদার অবসরপ্রাপ্ত আব্দুল মতিন ও সুবেদার অবসরপ্রাপ্ত মৃত আব্দুল মালেকের পরিবারের লোকজনের সাথে একই গ্রামের সফির মিয়ার পুত্র আব্দুল হান্নান, দুলাল মিয়া ও মুবিন মিয়া এবং বাচ্চু মিয়ার মাঝে পুর্ব বিরোধ চলে আসছে। গত শুক্রবার হান্নান মিয়ার পক্ষের লোকজন মুক্তিযোদ্ধা পরিবারের বিপক্ষে সংবাদ সম্মেলন করে। এ প্রেক্ষিতে গত শনিবার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জড়িয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গতকাল রবিবার আব্দুল হান্নানের আপন বড় ভাই আব্দুল হামিদ তালুকদার মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে পত্রিকার মাধ্যমে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে হান্নান, সেলিম, হাদিস, বাচ্চু, মহসিন, মবিন ও মোহনসহ একদল দুর্বৃত্ত। গতকাল সকালে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মালেক ও মতিনের পরিবারের উপর হামলা চালায় এবং বাড়িঘরে ভাংচুর করে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের স্ত্রী সুলতানা খানম, আব্দুল মালেকের স্ত্রী রহিমা খানম ও আব্দুল মতিনের পুত্র মাহবুর রহমান রানা বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। দুর্বৃত্তদের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের উল্লেখিতরা ছাড়াও অন্যান্য সদস্যরা আহত হন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালে এসেও দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


     এই বিভাগের আরো খবর