,

বানিয়াচঙ্গে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : বাড়ি ঘরে হামলা-ভাংচুর-লুটপাট, আহত অর্ধশতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বৈলাকিপুরে দু’পক্ষের ৩ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে হামলা, ভাংচুরসহ লুটপাট হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ও পুলিশ সুত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর পুত্র বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে একই ইউনিয়নের মৃত হানিফ উল্লার পুত্র সাবেক চেয়ারম্যান শরীফ উল্লার মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অস্থায় শরীফ চৌধুরী (২৫), টেনু চৌধুরী (২৯), কালা মিয়া চৌধুরী (৩০), জুয়েল চৌধুরী (২৫), ফজল মিয়া (৫০), তজম্মুল ইসলাম (৪০), এখলাস মিয়া (৩০), সাজিদা বেগম (৩৫), মাহমুদুল (২৮), জসিম (৩০), সায়েম (২০), লিটন (২০), হৃদয় (১৭), মমিন (২০), নুরুল আমিন (৩৫), নুর ইসলাম (৪০), তাজুল (৩০), সুহেল (৩০), মজনু (৩৫), খয়ের (১৮), নজরুল (২২), মর্তুজ (৪০) ও আবুল হোসেন (২০) কে উদ্দার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর