,

কাবাঘরের উপর মূর্তি বসিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত রসুরাজের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুসলমানদের পবিত্রস্থান কাবাঘরের উপর মূর্তি বসিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ ৬) আদালতে মামলা দায়ের করেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউপি ইমাম সমিতির সভাপতি মোঃ নানু মিয়া। মামলার বিবরণে জানাযায়, বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ১২নং হরিপুর ইউপির হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসুরাজ দাস (৩০) তার ফেইসবুক আইডিতে মুসলমানদের পবিত্র কাবাঘর এর উপর শিবমূর্তি বসিয়ে পোস্ট দেয়। এর পর পরই সেখানকার মুসলমানরা সহ সারা সারাদেশ জুড়ে এর প্রতিবাদের ঝড় উঠে। কাবাঘর অবমাননাকারি রসুরাজ দাস এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মামলা হয়। ৯০ ভাগ মুসলমানের দেশে রসুরাজ দাস পবিত্র কাবাঘরের উপর মূর্তি বসিয়ে ক্ষমার অযোগ্য অপরাধের জন্য ফাঁসির দাবি করেছে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন ।


     এই বিভাগের আরো খবর