,

যুবকদের কাজে লাগিয়ে দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে সরকার-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে অঙ্গিকারবদ্ধ। আর তাই আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে যুবকদের সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার। হবিগঞ্জ যুব দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির গতকাল সকাল ১১টায় “আত্মকর্মী যুবশক্তি-টেকশই উন্নয়নের মূল ভিত্তি, যুব শক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের অফুরন্ত ভান্ডার আছে আমাদের” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরূপন, হেপাটাইটিস বি পরীক্ষা, ঠিকাদান কর্মসূচি, সনদপত্র চেক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুব সমাজ আমাদের জন্য সমস্যা নয়, যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা আমাদের দেশের সম্পদ, তাদের কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সুদ্বীপ্ত রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখরুদ্দিন ফিরোজ এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ইদুর নিধন অভিযানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম।


     এই বিভাগের আরো খবর