,

মাধবপুরে প্রতিবাদ সভায় সুলতানা কামাল- সাম্প্রদায়িকতাকে যারা উস্কে দেয় তারা দেশের শক্র

মাধবপুর প্রতিনিধি ॥ সাম্প্রদায়িকতাকে যারা উস্কে দেয় তারা দেশের শক্র বলে মন্তব্য করেছেন ত্বত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। গতকাল বুধবার দুপুরে মাধবপুর উপজেলার ঝুলন ও কালি মন্দির পরিদর্শন শেষে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, নাগরিক কমিটির সদস্য ডাঃ আশিক বরণ রায়, পংকজ ভট্টাচার্য্য, আমরা নিজেরা করি’র সভানেত্রী খুশি কবির, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা বিপ্লব দে, মহিলা নেত্রী শ্রীমতি জয়ন্তি রায়, প্রিয়া সাহা, পদ্ধাবতি দেবী, হবিগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী, হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টন ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী প্রমুখ। সম্প্রতি নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামে এক যুবকের ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি আপলোডের প্রতিবাদে নাসিরনগর ও মাধবপুরে উপজেলার বির্ভিন্ন মন্দির,বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।


     এই বিভাগের আরো খবর