,

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নবীগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর এর বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম, ঘোষ, উৎকোচ বানিজ্যের নানা অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে এসে এ তদন্ত কাজ শুরু করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আলোচনা-সমালোচনার ঝড় উঠে সচেতন মহলে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমানের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক, সিলেট বিভাগীয় উপ-পরিচালক ও হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন নবীগঞ্জ উপজেলার ৩৭নং কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আহমদ। এছাড়াও প্রায় ২ বছর পূর্বে নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের গন্ধ্যা গ্রামের বাসিন্ধা এস.এম করিম খানঁ ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জমশেদুর রহমান উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে সাবক্লাস্টারে অনুপস্থিত শিক্ষকদের প্রশিক্ষণে হাজিরা দেখিয়ে ভাতা আত্মসাৎ ও টাকার বিনিময়ে নৈমিত্তিক ছুটি দেন। এছাড়া নবীগঞ্জ উপজেলার বিভিন্ন আনন্দ স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের বিভিন্ন ভাবে হয়রানি করে মোটা অংকের টাকা আদায় করাসহ কয়েকজন শিক্ষকদের নিকট থেকে ৫ হাজার টাকার বিনিময়ে তিনি কয়েক বছরে অঈজ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষকদের নিকট থেকে মাসিক হারে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।


     এই বিভাগের আরো খবর