,

আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে সংবর্ধনা প্রদান

সংবাদদাতা ॥ নবীগঞ্জের ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুনকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজলিসপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও ইউপি মেম্বার মোঃ ইকবাল হোসেন এর পরিচালনায় মোহাম্মদপুর, মজলিসপুর, মিছকিনপুর, ভবানীপুর, রুদ্রপুর ও উজিরপুর গ্রামের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। বিশেষ অতিথি হিসাবে আউশকান্দি ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মছদ্দর আলী, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সমাজ সেবক হাজী আব্দুল হামিদ নিকছন, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক ও জেলা পরিষদের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী নুরুল আমিন পাঠান ফুল মিয়া। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান ও ইউপি মেম্বার দুলাল আহমদ, ৮নং ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ জজ, আব্দুল কাদির, সমাজ সেবক সৈয়দ মেন্দি মিয়া, সাবেক মেম্বার আব্দুল আজিজ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ্য আব্দুর নুর, জাপা নেতা রজব আলী, সৈয়দ রফিক, আলাউর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুহেল। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে, মাহাম্মদপুর, মজলিসপুর, মিছকিনপুর, ভবানীপুর, রুদ্রপুর ও উজিরপুর গ্রামের বিভিন্ন রাস্তঘাট ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য ইউপি চেয়ারম্যানের প্রতি দাবী জানান। প্রধান অতিথি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন তার বক্তবে বলেন, আমি আউশকান্দি ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত করার লক্ষে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাত দিয়েছি। আপনারা আমার পাশে থেকে সার্বিকভাবে সহযোগীতা করবেন। তাহলে ইউনিয়নের উন্ন্য়ন গতিশীল থাকবে। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে।


     এই বিভাগের আরো খবর