,

নবীগঞ্জের বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন- মহিতোষ দাশ সভাপতি, মঞ্জু দাশ সম্পাদক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার দুপুরে কাজির বাজার কেজি স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। মহিতোষ দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সুব্রত দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ৩ বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃপেশ দাশ, প্রধান শিক্ষক দিপক কুমার দাশ, মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার দাশ, মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, জিতেন্দ্র দাশ, সনজিত দাশ, মঞ্জু দাশ, পিন্টু দাশ, ইন্দ্রজিত দাশ, বলাই দাশ, বিদ্যুত দাশ, নিউটন দাশ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মহিতোষ দাশ, মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, নিবারন চন্দ্র রায়কে সভাপতি, মঞ্জু দাশকে সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা রথীন্ত্র কুমার দাশ, প্রানেশ রায়, প্রদীপ দাশকে সাংগঠনিক সম্পাদক, মিঠু দাশকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট ২ নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি কর্তৃক অনুমোদন এবং একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির নেতৃবৃন্দ এ ইউনিয়নের হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষনে কাজ করবেন।


     এই বিভাগের আরো খবর