,

মেজর জেনারেল এম এ রব এর গবেষনা পরিষদের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার সকাল ১০টায় জেনারেল এম এ রব গবেষণা পরিষদের ২৮ জন আজীবন সদস্যকে সনদ প্রদান ও সংগঠনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম এ রব বীর উত্তম গ্রন্থাগারও স্মৃতি যাদুঘর হল প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তাগণ তাদের বক্তব্যে হবিগঞ্জ টু নবীগঞ্জ সড়ককে “জেনারেল এম এ রব আঞ্চলিক মহা সড়ক” নাম করণের জোর দাবী জানান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা, উন্নয়নের রুপকার, হবিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. মোহাম্মাদ আবু জাহির। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবক মাওলানা কে এম এ ওয়াহাব নাঈমী, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক জনাব সাবিনা আলম, হবিগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন কারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান, হবিগঞ্জ পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত সহকারি পুলিশ সুপার মোহাম্মাদ রাসেলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মাদ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. মোহাম্মদ আবুল আজাদ, প্রবীণ সাংবাদিক ও সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জাহান চিশতী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম.এ ওয়াহিদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সি বি এ নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, প্রাক্তন কমিশনার আব্দুল মোত্তালিব মমরাজ, যুব রেডক্রিসেন্ট প্রধান পংকজ কান্তি দাস পল্লব, স্কাউট লিডার আবু সাঈদ কাসেম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আইন বিষয়ক সম্পাদক আশাহিদ আলী আশা, বর্ণমালা কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মঞ্জুরুল হক মাসুদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আব্দাল ও কামরুজ্জামান খান ইমরান, আব্দুর রহিম মেম্বার, আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল কাইয়ুম মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি সংগঠনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে ২৮ জন আজীবন সদস্যকে সম্মাননা সনদ প্রদান করেন। অনুষ্ঠান শেষে এম.এ রব সহ স্বাধীন বাংলার বীর সৈনিকদের আত্ত্বার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর