,

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদী স্মরণে শোক সভা

মতিউর রহমান মুন্না ॥ মহান মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম দেওয়ান মাহবুবুল রব সাদী’ স্মরণে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কর্তৃক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদ্বীপ দাশ রাজুর পরিচালনায় সংসদ ভবনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান পারছু, জেলা সহকারী কমান্ডার এড. ছালেহ উদ্দিন, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, প্রাক্তন চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সন্তান কমান্ডের আহ্বায়ক ফজলূল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান এড. জাবিদ আলী, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিজয় ভুষন রায়, জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, মহিলা লীগের সভানেত্রী দিলারা হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন প্রমূখ। সভায় বক্তাগণ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী বীর প্রতীক’র স্মতিচারণ করে বক্তৃতাকালে নবীগঞ্জে দর্শনার্থী স্থানে এই বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী’র নাম করনের দাবী জানান। এরমধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন এবং নবীগঞ্জ-আইনগাও রাস্তা বীর মুক্তিযোদ্ধা সাদী’র নাম করণের প্রস্তাব দেন।


     এই বিভাগের আরো খবর